হার্টবিট ডেস্ক
করোনার পর এবার ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজন ভর্তিসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. হরিমোহন পন্ডিত।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর জন্য কোন বিছানা খালি নেই। তবে রোগীর সংখ্যা আরো বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, করোনা মহামারীর মাঝেই ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় রাজধানীতে। পরবর্তী সময়ে সারাদেশেই বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। সেপ্টেম্বর মাসের ২৪ দিনে ১৩ জন ও চলতি বছরে ৫৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৮৯৪ জন।
চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট–এর গবেষণার তথ্য অনুযায়ী, একজন হাসপাতালে ভর্তি রোগীর বিপরীতে ২০ থেকে ৪০ জন পর্যন্ত আক্রান্ত রোগী থাকতে পারে। সর্বনিম্ন ২০ জন ধরা হলেও চলতি বছরে ইতিমধ্যে দেশে তিন লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
Discussion about this post