হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৫ জন। তাদের মধ্যে গতকাল সহ টানা তিন দিন বরিশাল বিভাগে ভাইরাসটিতে কোনও প্রাণহানি হয়নি। একইসঙ্গে সঙ্গে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগেও এই সময়ে কেউ মারা যাননি।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে তিন বিভাগে কেউ মারা যাননি।
অতি সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডবের পর দেশে দৈনিক নতুন শনাক্ত রোগী আর মৃত্যুর সংখ্যা গত মধ্য আগস্ট থেকে কমে আসে। যদিও দেশে মহামারিকালের ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখেছে বাংলাদেশ আগস্ট মাসেই। গত পাঁচ এবং ১০ আগস্ট একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে ডেল্টার তাণ্ডব কমে আসে। কমে আসতে শুরু করে শনাক্ত ও মৃত্যু।
গত পাঁচ দিন ধরে দৈনিক শনাক্তের হারও রয়েছে পাঁচ শতাংশের নিচে।
Discussion about this post