হার্টবিট ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ২৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা মহামারি শুরুর থেকে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা কেডিসিএ।
বিবৃতিতে বলা হয়, নতুন আক্রান্ত এই রোগীদের প্রায় ৮০ শতাংশই রাজধানী সিউল এবং তার আশপাশের এলাকার। দক্ষিণ কোরিয়ার মোট জনসংখ্যা ৫ কোটি ২০ লাখ। তার প্রায় অর্ধেকই বসবাস করেন সিউল ও তার আশপাশের জেলাসমূহে।
তবে সামনের দিনগুলোতে দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন দেশটির স্বাস্থ্যসেবা ও এ সংক্রান্ত নীতি বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি কি ইল।
শরৎকালীন উৎসব উপলক্ষে সম্প্রতি তিন দিনের সরকারি ছুটি ছিল দক্ষিণ কোরিয়ায়। সেই ছুটিতে জনসমাগম বেড়ে যাওয়ার কারণেই সংক্রমণে উর্ধ্বগতি দেখা দিয়েছে বলে শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন লি কি ইল।
Discussion about this post