হার্টবিট ডেস্ক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার( ২৪ সেপ্টেম্বর ) কোভিড-১৯ চিকিৎসায় মার্কিন বায়োটেক কোম্পানি রেজিনারনের সিন্থেটিক অ্যান্টিবডি চিকিৎসার অনুমোদন দিয়েছে। তবে শুধুমাত্র উচ্চ ঝুঁকিতে থাকা বা সুনির্দিষ্ট স্বাস্থ্য প্রোফাইলযুক্ত রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসা দেওয়া যাবে।
ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নাল বিএমজে-তে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তির উচ্চ ঝুঁকিতে থাকা রোগী এবং যাদের পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা নেই তারা এই অ্যান্টিবডি চিকিৎসা গ্রহণ করতে পারবেন। খবর এএফপির
ডব্লিউএইচও সুপারিশ করা রেজিনারনের এই অ্যান্টিবডি কোভিড-১৯এর তৃতীয় পর্যায়ের চিকিৎসা, যা কোভিডের ওষুধ হিসেবে ‘লিভিং ডব্লিউএইচও গাইডলাইন’ এর অন্তর্ভুক্ত হয়েছে।
গত জুলাই মাসে ডব্লিউএইচও কোভিড ভাইরাসের কারণে ইমিউন সিস্টেমের ওপর বিপদজ্জনক প্রভাব ঠেকাতে এ ধরনের ওষুধের ব্যাপারে সম্মতি জানায়।
এই ওষুধগুলো কর্টিকোস্টারয়েডের (স্টেরয়েড হরমোন গ্রুপ) সাথে মিশে কোভিডের বিরুদ্ধে ভালো কাজ করে, যা ২০২০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোগীদের ব্যবহারের জন্য প্রথম সুপারিশ করেছিল।
Discussion about this post