হার্টবিট ডেস্ক
মহামারি আকার ধারণ করা করোনায় মৃত্যু ও শনাক্ত দেশে কমছে। গত বুধবারের চেয়ে বৃহস্পতিবার মৃত্যু ও শনাক্ত দুই দিকেই কমেছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার ২২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে মারা গেছেন আরও ২৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৩৭ জনে।
এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৪৪ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জনে।
গত জুনে দেশে করোনার ডেলটা ধরনের দাপট শুরু হওয়ার পর গত একদিনে এই প্রথম রাজশাহী, বরিশাল ও ময়মনিসংহ বিভাগে কোনো মৃত্যু হয়নি। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে মারা গেছেন ৬ জন। বাকিরা অন্যান্য বিভাগের। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ এবং ১৪ জন নারী। ৭ জন করে মারা গেছেন ৬১ থেকে ৭০ এবং ৫১ থেকে ৬০ বছর বয়সীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন। ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মহামারি করোনার প্রকোপ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৯ হাজার ৭৭১ জন নারী মারা গেছেন। অন্যদিকে পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৫৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৫ জন মারা যান।
এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) সারা দেশে মারা যান আরও ৩৬ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ১ হাজার ৩৭৬ জনের দেহে।
Discussion about this post