হার্টবিট ডেস্ক
পৃথিবীতে মাতৃত্বের স্বাদ পেতে চান না এমন নারী খুঁজে পাওয়া খুবই দুষ্কর। মাতৃত্ব একজন নারীর জন্য অহংকার।আর মাতৃত্বই নারীকে করে সম্পূর্ণরুপে পরিপূর্ণ।
কিন্তু প্রাকৃতিক কোনো কারণে যদি নারী মাতৃত্বের স্বাদ না পান তখন তার জীবনে নেমে আসে বিভিন্ন ধরনের অপবাদ।
এই একটি কারণই হয়ে দাঁড়ায়, ‘জন্মই যেন আজন্ম পাপ’। বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি শুধু নারীর সমস্যা নয়, পুরুষও ভুগতে পারেন এই জটিলতায়। এর চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চট্টগ্রামের মতো বিভাগীয় শহরে ছিল না কোনও সুব্যবস্থা। স্বাধীনতার পর চট্টগ্রামে এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ্যাত্বের চিকিৎসায় ইনফার্টিলিটি ইউনিট চালু হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে। এতে মানুষের মধ্যে তৈরি হয়েছে আস্থা।
চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ইনফার্টিলিটি ইউনিট চালু হওয়ার পর থেকে গত ৮ মাসে চিকিৎসা নিয়েছেন ৭০৭ জন। এর মধ্যে নতুন রোগী ২৮৯ জন, পুরনো রোগী ১৯৮ জন এবং ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফি (টিভিএস) করেছেন ২২০ জন।
চিকিৎসকরা বলছেন, পর্যাপ্ত চিকিৎসা ও কাউন্সিলিংয়ের মাধ্যমে প্রায় ৮০ শতাংশ দম্পতির এই জটিলতা থেকে পরিত্রাণ সম্ভব। এর জন্য চিকিৎসকের পরামর্শ ও সচেতনতা মেনে চলা জরুরি।
চমেক হাসপাতালে ইনফার্টিলিটি বিভাগের প্রধান ও রিপ্রোডাক্টিভ অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিষয়ে এফসিপিএস ডিগ্রিধারী ডা. তাসলিমা বেগম বলেন, বন্ধ্যাত্বের চিকিৎসা একসময় রাজধানী ঢাকা ছাড়া অন্য কোথাও হতো না। তাই অনেকে বাধ্য হয়ে দেশের বাইরে চলে যেতো। বর্তমানে প্রতিষ্ঠানিকভাবে চমেক হাসপাতালে এর চিকিৎসা শুরু হয়েছে। সদ্য প্রতিষ্ঠিত এই ইউনিটে অনেক সীমাবদ্ধতা আছে। এর মধ্যেও আমরা চিকিৎসা সেবা প্রদান করছি। কোনও কিছু শুরু না হলে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এক্ষেত্রে অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষ এবং নীতি-নির্ধারকরা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
ডা. তাসলিমা আরো বলেন ইউনিট চালু হওয়ার পর অতি অল্প সময়ের মধ্যে রোগীদের আস্থা অর্জন করতে পেরেছি। রোগীদের সঙ্গে আন্তরিকভাবে কাজ করছেন এই ইউনিটের প্রত্যেক চিকিৎসক ও নার্স। এই চিকিৎসা অনেকটা ব্যয়বহুল হলেও সরকারি হাসপাতালের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে খুব কম খরচে চিকিৎসা পাচ্ছেন রোগীরা।
সামাজিকভাবে বন্ধ্যাত্বকে অভিশাপ মনে করা হলেও চিকিৎসার মাধ্যমে সমাধান সম্ভব বলে জানান এই চিকিৎসক। তিনি বলেন, মাতৃত্ব সৃষ্টিকর্তার এক অবিশ্বাস্য নেয়ামত। আমরা শুধু চেষ্টা করি মাত্র। যেহেতু সায়েন্টিফিক্যালি কিছু জিনিস ব্যাখ্যা করা যায় তাই চিকিৎসার ক্ষেত্রে দম্পতিকে একসঙ্গে আসার পরামর্শ দিয়ে থাকি আমরা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, গত ফেব্রুয়ারি মাসে চমেক হাসপাতালে বন্ধ্যাত্ব চিকিৎসায় ইনফার্টিলিটি ইউনিট চালু করা হয়েছে। কোনও ইউনিট প্রথমে চালু হলে কিছু সীমাবদ্ধতা থাকে, এখানেও রয়েছে। সকলের সদিচ্ছার ফলে এই ইউনিটটি চালু হয়েছে। এখানে অন্তত সাধারণ, গরীব রোগীরা কমমূল্যে চিকিৎসা নিতে পারবেন।
Discussion about this post