হার্টবিট ডেস্ক
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ২৫ লাখ করোনার টিকা পাঠাচ্ছে। কোভ্যাক্স কর্মসূচির আওতায় এসব টিকা দেয়া হচ্ছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
পরিচয় গোপন রাখার শর্তে হোয়াইট হাউজের ওই কর্মকর্তা এএফপিকে জানান, বাংলাদেশে পাঠানো হবে ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৯০ লাখেরও বেশি টিকা দিচ্ছে।
তিনি আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় টিকার এই চালান সোমবার পৌঁছাবে। বর্তমানে টিকার প্যাকিং চলছে। এই নিরাপদ ও কার্যকর টিকা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত।
এএফপির তথ্য মতে, চলতি সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের ৯.৩ শতাংশ মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন।
উল্লেখ্য, বিশ্বব্যাপী টিকা বিতরণ প্রসারণে বাইডেন প্রশাসনের ঘোষণার পর এ খবর জানালো হোয়াইট হাউস।
Discussion about this post