হার্টবিট ডেস্ক
আক্কেল দাঁতের ব্যথা হলে বেশ কয়েকদিন ভূগতে হয়। অসহ্য ব্যথায় কারও কারও জ্বর চলে আসে। এ ধরনের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে ঘরোয়া কিছু সমাধান নিলে তাৎক্ষণিক আরাম পাওয়া যায়। যেমন-
১. তুলা ভিনিগারে ভিজিয়ে আক্কেল দাঁতের জায়গাটিতে চেপে রাখুন। এতে দ্রুত ব্যথা কমে যাবে।
২. আক্কেল দাঁতের উপর একটি লবঙ্গ দাঁত দিয়ে চেপে ধরে রাখুন। চিবিয়ে ফেলবেন না। শুধু আক্কেল দাঁত না, অন্য দাঁতের ব্যথাও কমাতে পারে লবঙ্গ।
৩. বাইরে থেকে ঠান্ডা বা গরম সেঁক দিলেও কমতে পারে এই ব্যথা।
৪. পেঁয়াজ কেটে নিয়ে আক্কেল দাঁতের জায়গায় রাখুন। দাঁত দিয়ে অল্প অল্প চাপ দিন। পেঁয়াজের রস ব্যথা কমাতে ভূমিকা রাখে।
৫. হাতে পাকিয়ে তুলার ছোট বল তৈরি করে নিন। সেটি পানিতে ভেজান এবং বেকিং সোডা মাখিয়ে নিন। এ বার সেই তুলোর বলটিকে আক্কেল দাঁতের উপরে রাখুন।
৬. পেয়ারা গাছের কচি পাতা সাধারণ পানিতে সিদ্ধ করে নিন। ওই সিদ্ধ পাতা এ বার আক্কেল দাঁতের গোড়ার কিছু ক্ষণ রেখে দিন। এতে ব্যথা কমবে।
৭. অনেক সময় দাঁতের গোড়ায় সংক্রমণ হলেও এ ধরনের ব্যথা হয়। সে ক্ষেত্রে হাল্কা গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করুন। তাতে ব্যথা কমবে।
Discussion about this post