হার্টবিট ডেস্ক
রসাল ফল লিচু। গ্রীষ্মকালীন এই ফল এখন গাছে গাছে ঝুলছে। তবে এখনও তেমন মিলছে না বাজারে। আর কিছুদিন পরেই মিলবে পাকা লিচু। এই ফলের স্বাদ যেমন, তেমনই রয়েছে আশ্চর্য সব গুণ। রোগ প্রতিরোধে দারুণ কার্যকর লিচু।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু স্বাস্থ্যগত উপকারিতা নয়, রূপচর্চায়ও বেশ কার্যকর লিচু। আসুন, রূপচর্চায় লিচুর পাঁচ গুণ সম্পর্কে জেনে নিই—
ত্বকের কালো দাগ দূর করে
ত্বকের কালচে দাগ দূর করতে লিচুর রস অত্যন্ত কার্যকর। পাঁচ-ছয়টা লিচু থেকে রস বের করে তা মুখে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন এটা করলে মুখের ত্বকের কালচে দাগ সহজেই দূর হয়ে যাবে।
ত্বকের ট্যান দূর করতে
রোদে পোড়া ত্বকের ট্যান দূর করতে লিচুর রস খুব কার্যকর। চার-পাঁচটি লিচু থেকে রস বের করে তার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে সেটি মুখে ও হাতে পায়ের ট্যান পড়া ত্বকে ভালো করে মাখান। এবার ৩০ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু-তিন দিন এটা করুন। পার্থক্যটা নিজের চোখেই দেখুন।
বলিরেখা দূর করতে
ত্বকের বলিরেখা দূর করতে লিচুর রসের জুড়ি মেলা ভার। লিচুর রস মুখে মেখে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখুন চমক।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
লিচুতে রয়েছে অলিগোনল নামের একটি উপাদান, যা শরীরে ভাইরাসকে বাড়তে দেয় না। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
ছানি পড়া রোধে
লিচুতে রয়েছে ফাইটোকেমিক্যালস, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই ফাইটোকেমিক্যালস চোখে ছানি পড়া আটকাতে সাহায্য করে।
Discussion about this post