হার্টবিট ডেস্ক
আরও ৫০ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা উন্নয়নশীল দেশগুলোকে দান করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে কোভিড-১৯ বিষয়ক এক ভার্চুয়াল পার্শ্ব সম্মেলনে এই প্রতিশ্রুতির কথা ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
নতুন করে ফাইজার-বায়োএনটেকের ৫০ কোটি ডোজ দান করার প্রতিশ্রুতির ফলে ১০০ কোটি টিকা দেওয়ার অঙ্গীকার বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তা বলেছেন, এসব ডোজ বিনামূল্যে দান করা হবে। কোনও শর্তযুক্ত থাকবে না।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বের মোট জনসংখ্যার অন্তত ৭০ শতাংশকে টিকার আওতায় আনতে ১১০০ কোটি ডোজ প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সালে বিশ্বের প্রতিটি দেশের ৪০ শতাংশ মানুষকে টিকাকরণের আওতায় আনার নূন্যতম লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু এই লক্ষ্য অর্জন করার সম্ভাবনা কম।
অক্সফোর্ড ইউনিভার্সিটির তথ্য অনুসারে, উচ্চ আয়ের দেশগুলোতে অর্ধেকের বেশি জনসংখ্যা অন্তত একটি ডোজ পেয়েছেন। কিন্তু নিম্ন আয়ের দেশগুলোতে মাত্র ২ শতাংশ প্রথম ডোজ নিতে পেরেছেন।
Discussion about this post