হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্রুত এক কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘হযরত শাহজালাল বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। সেখানে আজ সন্ধ্যা থেকে করোনা পরীক্ষা শুরু হবে। এছাড়া প্রবাসীদের টিকাদান আরও সহজ করা হবে।’
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেডিসনে জাতীয় পুষ্টি পরিষদ আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন এবং ডিজিটাল এম অ্যান্ড ই সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জাহিদ মালেক বলেন, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি। একজন শিশুর বেড়ে ওঠার জন্য পুষ্টিকর খাবারের বিকল্প নাই। সুস্থ জাতি গঠনের জন্য মায়েদের সুষম খাবার সরবরাহ করতে হবে।
জাহিদ মালেক বলেন, প্রায় আড়াই কোটি লোককে আমরা ইতিমধ্যে ভ্যাকসিন দিয়ে ফেলেছি। দেড় কোটিরও বেশি মানুষকে ২ ডোজ টিকা দেওয়া হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে। ২২ সেপ্টেম্বরও চীন থেকে ৫০ লাখ ভ্যাকসিন দেশে এসেছে। দুইদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে আমরা প্রতিশ্রুতি পেয়েছি ফাইজারের আরও ৭১ লাখ টিকা পাওয়ার। আগের প্রতিশ্রুতি দেওয়া ৬০ লাখ টিকার মধ্যে ১০ লাখ আমরা পেয়েছি। নতুন করে আরও ৭১ লক্ষ টিকা বাংলাদেশে আসবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই আমরা বড় আকারের টিকা দানের কার্যক্রম গ্রহণ করেছি। সেখানে আমরা কয়েক দিনের মধ্যে এক কোটিরও অধিক লোককে একসঙ্গে ভ্যাকসিন দিয়ে দেব। আর নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম তো চলমান রয়েছে।
দেশের সরকারি হাসপাতালের নব্বই ভাগ শয্যা খালি রয়েছে বলে জানিয়ে তিনি আরও বলেন, করোনার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও জিডিপি প্রবৃদ্ধি গতিশীল রয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে কয়েক দিনের মধ্যেই আবারও দেশে গণটিকা কার্যক্রম চালু হবে।
Discussion about this post