হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৪ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৭ জন এবং ঢাকার বাইরে ৫৭ জন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বয়স বিবেচনায় শূন্য থেকে ১০ বছর বয়সীদের সংখ্যাই সর্বোচ্চ; ২৪ দশমিক ৭ শতাংশ। এরপর রয়েছে ১১ থেকে ২০ বছর। এই বয়সীরা ভর্তি হয়েছেন ২২ দশমিক এক শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে রোগী ভর্তি হয়েছেন ১৮ দশমিক দুই শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ দশমিক ৯ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত দশমিক আট শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় দশমিক পাঁচ শতাংশ, ৬০ বছরের ঊর্ধ্বে তিন দশমিক দুই শতাংশ এবং শূন্য থেকে এক বছরের মধ্যে দুই দশমিক ছয় শতাংশ।
কন্ট্রোল রুম জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি আছেন এক হাজার ৪৯ জন। তার মধ্যে ঢাকা বিভাগের ৪৫ হাসপাতালে ৮৩৬ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ২১৩ জন।
এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭০৫ জন, তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৫৯৭ জন।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম।
Discussion about this post