হার্টবিট ডেস্ক
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন করোনা পজেটিভ ও দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশরাফুল আলম।
চিকিৎসক জানান, বর্তমানে হাসপাতালে ২৫ জন করোনায় আক্রান্ত এবং ২১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার পাঁচ দশমিক ৩১ শতাংশ।
Discussion about this post