হার্টবিট ডেস্ক
চলতি বছর এখনও পর্যন্ত বিভিন্ন সময়ের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ হাজার ২২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ১৩২ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২৪৬ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ভর্তি হয়েছে ২১১ জন। বাকি ৩৫ জন ঢাকার বাইরে।
এ নিয়ে চলতি মাসেই ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৮৬৬ জন। এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছে ৫৯ জন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ জন মারা গেছেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকার পাশাপাশি অন্যান্য জেলাতেও ডেঙ্গুর বিস্তার হচ্ছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি আছে ১ হাজার ৩১ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৩৬ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৯৫ জন।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন আর জুলাইয়ে আগের সব রেকর্ড ভেঙে শনাক্ত হয় ২ হাজার ২৮৬ জন। এরপর আগস্টের মাত্র ১০ দিনেই ডেঙ্গু জুলাইয়ের রেকর্ড ভাঙে। পুরো মাসে আক্রান্ত হন সাত হাজার ৬৯৮ জন।
২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। এবার আবারো রোগী সংখ্যা ব্যাপকহারে বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মহামারি করোনার মধ্যেই এমনভাবে ডেঙ্গুর বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
Discussion about this post