হার্টবিট ডেস্ক
প্রতিষ্ঠার পর থেকেই কোনোশিশু বিশেষজ্ঞ নেই নেত্রকোণা জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে । আছেন একজন মেডিকেল অফিসার, যে মূলত গাইনি বিশেষজ্ঞ। ফলে সেবা বঞ্চিতপ্রায় সবাইকেই বাধ্য হয়ে বাড়তি খরচ গুণে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকের কাছে।
জনবল ঘাটতি ও নানা সমস্যার কথা স্বীকার করে পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
১৯৬৫ সালে তৈরি ২০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি দীর্ঘ ৫৬ বছর পেরিয়ে এসে ২০২১ সালেও সেই কেন্দ্রতে বাড়েনি একটিও শয্যা।
অথচ গড়ে প্রতিদিন নেত্রকোণার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসেন শতাধিক মানুষ। বিনা পয়সায় সন্তান প্রসব, লাইগেশনসহ নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে ১৬ধরনের সেবা পাওয়ার কথা থাকলেও মেলে না তার কিছুই।
নিয়মিত সংস্কারের অভাবে ক্লিনিকের ভবনে ছত্রাকের ছড়াছড়ি। রোগ নির্ণয়েনেই পরীক্ষাগার। একটি আল্ট্রাসনোগ্রাফি মেশিন থাকলেও তা ব্যবহারে সক্ষম চিকিৎসক নেই।বাধ্য হয়েই ভরসা করতে হয় বেসরকারি ক্লিনিকের ওপর।
এ বিষয়ে পরিবার কল্যাণ পরিদর্শক রিনা আক্তার সবটাই স্বীকার করে বলেন, ‘মা ও শিশু কল্যাণ কেন্দ্র হলেও সেখানে নেই কোন শিশু বিশেষজ্ঞ। নেই,অ্যানাস্থেশিয়ার কোন ডাক্তার’।
আর, সমস্যার দ্রুত সমাধানে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আনিছুর রহমান।
মা ও শিশু কল্যান কেন্দ্রের ঘাটতি মোচন ও সেবা প্রত্যাশিদের রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতে, যথাযথ কর্তৃপক্ষ তৎপর হবেন বলে আশা করছেন এখানকার জনসাধারণ।
Discussion about this post