হার্টবিট ডেস্ক
২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আলোচনা সভা ও নানা আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীরা দিবসটি উদযাপন করেছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে কেক কাটার মধ্যমে অনাড়ম্বরপূর্ণ এ দিনটির সূচনা করা হয়।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে ইউরোলজি বিভাগের প্রধান ডা. মো. মনোয়ারুল হকের উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. সুযত পাল। এতে মেডিকেলের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্ত-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী, রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. সুভাষ মজুমদার ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান প্রধান অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম রব্বানী, অধ্যাপক ডা শাহেদ আহমদ চৌধুরী, এন্ড্রোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারহানা আক্তার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. অরূপ দত্ত বাপ্পি, সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জয়ব্রত দাশ প্রমুখ।
Discussion about this post