হার্টবিট ডেস্ক
সিলেটে বেড়েছে সুস্থতার হার আর কমেছে আক্রান্ত ও মৃত্য। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
এই দিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৬ জন।
রোববার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন সিলেট জেলার বাসিন্দা।
আর করোনা আক্রান্ত ৪৬ জনের মধ্যে সিলেটের ২৯ জন, হবিগঞ্জের একজন ও মৌলভীবাজারে আটজন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও আটজন করোনা আক্রান্ত রয়েছেন।
এছাড়া গত দেড় বছরে বিভাগটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ২৪৭ জন। পক্ষান্তরে সুস্থ হয়ে ওঠেছেন মোট ৪৭ হাজার ৬১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১৪৩ জনের।
রোববার পর্যন্ত বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৮৩৮ জন, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৭ জন ও মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরও ১১৪ জন মারা গেছেন।
এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ৯১ জন। এর মধ্যে সিলেট জেলার ৮০ জন, হবিগঞ্জের আটজন ও মৌলভীবাজারের তিনজন।
এছাড়া বিভাগের চার জেলার আরও ৮৭ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৮ জন। উপসর্গ নিয়ে ৬২ জন ও আইসিইউতে রয়েছেন সাতজন।
Discussion about this post