হার্টবিট ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২১১ জন এবং ঢাকার বাইরের ভর্তি হয়েছেন ৬৪ জন।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু আক্রান্ত অধিকাংশ রোগীই রাজধানীর বাসিন্দা। দেশে মোট ডেঙ্গু জ্বরে চলতি বছর ৫৯ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের নিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭২ জনে।
ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি আছেন ৮৫৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ২১৫ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ১৫ হাজার ৯৭৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ৮৪৫ জন রোগী।
গত জানুয়ারিতে ৩২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হওয়ার মধ্য দিয়ে বছর শুরু হয়। জুনে ১৭২, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জনসহ চলতি বছরের প্রথম সাত মাসে ডেঙ্গুতে মোট শনাক্ত দাঁড়ায় দুই হাজার ৬৫৮ জন।
Discussion about this post