হার্টবিট ডেস্ক
৩৩তম বিসিএস ব্যাচের ডা. ওয়াহিদুর রহমান আর নেই। সোমবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্র জানায়, গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে তিনি চট্টগ্রামের হালিশহরে মোটরবাইক দুর্ঘটনায় আহত হন। পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ডা. ওয়াহিদুর রহমান বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ২য় ব্যাচ থেকে এমবিবিএস পাস করেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. মারুফ রায়হান খান বলেন, তিনি এমবিবিএস পাস করলেন। তিনি ৩৩তম বিসিএসে জয়েন করলেন। তিনি মেডিসিনে এমসিপিএস পাস করলেন। তিনি মেডিসিনে অতি অল্প বয়সে এফসিপিএস পাস করে মেডিসিন স্পেশালিস্ট হলেন। এরপর মেডিসিনের কনসালট্যান্ট হলেন। কী বর্ণাঢ্য জীবন!
সহকর্মী রিফাত মিথুন জানান, আমাদের BGC পরিবারের সদস্য , তুখোড় ছাত্র ওয়াহিদুর রহমান (২য় ব্যাচ )বাইক দুর্ঘটনায় আহত হয়ে ১ মাস হাসপাতালে লড়াই করে আজ ইন্তেকাল করেছে ।ছোট ছোট দুইটা সন্তান আছে । প্রত্যেকবার দেখা হলেই সালাম দিয়ে তোমার সেই মিষ্টি লাজুক হাসি ভোলার মত না । ওর প্রশংসা বলে শেষ করা যাবে না ।শান্ত, নম্র, ভদ্র, অমায়িক ব্যবহার, ট্যালেন্টেড,অল্প বয়সে সব ডিগ্রীর ঝুলি,বাধা পেরিয়ে ভালবাসাকে জীবনসঙ্গী করা ,দুই সন্তানের পিতা ।এক কথায় বিজিসির সেরা ছিল ।এ সব মৃত্যু মেনে নেয়া যায় না । আমরা সকলেই জীবনের ছোট ছোট দু:খ গুলোকে অনেক বড় করে দেখি । জীবনে সবার সবসময় অভিযোগ- এটা হয়নি, ওটা পায়নি। জীবনে যাই হোক,বেঁচে আছি এটাই সবথেকে বড় পাওয়া । ওপারে ভাল থাকুক ভাইটা ।মানতে পারছি না।
Discussion about this post