হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৭ জনের। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সংক্রমণের শুরু থেকে চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ এক হাজার ৩১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় মোট মৃত্যু হয়েছে এক হাজার ২৮২ জনের।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে এক হাজার ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। কয়েক মাসের মধ্যে চট্টগ্রামে এটাই সর্বনিম্ন করোনা শনাক্ত। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৪৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭৬টি এবং আরটিআরএল ল্যাবে তিনটি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চবি ল্যাবে পাঁচ, বিআইটিআইডি ল্যাবে সাত ও চমেক ল্যাবে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ৮৬টি অ্যান্টিজেন পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৭০টি নমুনা পরীক্ষায় পাঁচ, শেভরন হাসপাতাল ল্যাবে ২৮১টি নমুনা পরীক্ষায় এক, ইপিক হেলথ কেয়ারে ৭৯টি নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মেডিক্যাল সেন্টার হাসপাতালে ২৭টি, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার চারটি ও কক্সবাজার মেডিক্যালে চট্টগ্রামের একটি নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।
Discussion about this post