হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০৯ জন। এর মধ্যে জেলায় ১৮৯ জন এবং জেলার বাইরে ২০ জন মারা গেছেন। শুক্রবার ৩২টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ শুক্রবার কারো নমুনা সংগ্রহ করেনি। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২১৮। এ দিন ৩২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৮ হাজার ৩৭৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮৪৪ জনে। এ দিন ১২ জন সুস্থতার সনদ পেয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৬ হাজার ৫০১ জন।
বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন আটজন এবং বাড়িতে রয়েছেন ১২৫ জন। নতুন যে একজনের করোনা শনাক্ত হয়েছে তিনি আলমডাঙ্গার বাসিন্দা।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ বলেন, গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালের হলুদ জোনে দুজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৮৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ জন।
Discussion about this post