হার্টবিট ডেস্ক
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৫৪ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৮ জন এবং ২৬ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
এদিকে নতুন ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৯ জনে। নতুন ২৯ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৫৮ জন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৬৭ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৯ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১১ জন, দৌলতপুরের দুইজন, কুমারখালীর ছয়জন, ভেড়ামারার ৯ জন, মিরপুরের তিনজন এবং খোকসার একজন রয়েছেন।
Discussion about this post