হার্টবিট ডেস্ক
নির্ধারিত সময়ে করোনা প্রতিষেধক টিকা না নেওয়ায় ৩ হাজার স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে ফরাসি সরকার। বুধবার সরকারের জারি করা নতুন নিয়মে দেশটির ২৭ লাখ স্বাস্থ্যকর্মীসহ ফায়ার সার্ভিসের স্টাফদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এমন পদক্ষেপের বিরুদ্ধে অনশনে বসেছেন অনেক কর্মী।
দক্ষিণ ফ্রান্সের নিস শহরে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে লাল কালিতে প্ল্যাকার্ডে ‘হ্যাঙ্গার স্ট্রাইক’ লিখে অনশনে বসেন এক কর্মী। তিনি তাঁবু টাঙিয়ে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ভ্যাকসিনের বিরুদ্ধে নয়। কিন্তু সরকার জোর করে মানুষকে চাকরি থেকে সরিয়ে দিয়েছে। এ নিয়েই আমাদের আপত্তি’।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান জানান, বেঁধে দেওয়া সময় পার হওয়ায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে কর্মরত তিন হাজার স্বাস্থ্যকর্মীর কাজ স্থগিত করা হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত জুলাই মাসে হাসপাতালের স্টাফ, নার্সিং হোমের অবসরপ্রাপ্ত কর্মী ও ফায়ার সার্ভিস কর্মীদের আল্টিমেটাম দেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে। তা না হলে শাস্তি হিসেবে বিনা বেতনে বরখাস্ত করার হুঁশিয়ারিও দেন তিনি।
Discussion about this post