হার্টবিট ডেস্ক
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩১৪ নমুনা পরীক্ষায় ৪৮ জন করোনা শনাক্ত হন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ২৮ শতাংশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) করোনা ডেডিকেটেড ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য জানানো হয়। জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। জেলায় সুস্থ হয়েছেন ৫৭ জন।
বর্তমানে হাসপাতালে ৬১ জন ভর্তি আছেন। এদের মধ্যে ৩০ জন করোনা আক্রান্ত ও ৩১ জন উপসর্গ নিয়ে রয়েছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন ৩০০ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২২৯ জন এবং মারা গেছেন ৭৫৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়। একই সময়ে ১২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৭ দশমিক ৬৯ শতাংশ।
Discussion about this post