হার্টবিট ডেস্ক
করোনা প্রতিরোধী ভ্যাকসিনগুলো এত ভালোভাবে কাজ করে যে, বেশিরভাগ মানুষের জন্য এখনই কোনো বুস্টার ডোজের প্রয়োজন নেই। বিভিন্ন বৈজ্ঞানিক সমীক্ষা ও তথ্য উপাত্তের পর্যালোচনা করে যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি প্যানেল এ মত দিয়েছে। বিজ্ঞানীদের ওই প্যানেলের পর্যালোচনা দ্য ল্যানসেট জার্নালে প্রকাশ হয়েছে।
বিশেষজ্ঞদের এ প্যানেলে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানীরাও রয়েছেন। তারা বলছেন, সম্প্রতি একাধিক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অনুমোদিত ভ্যাকসিনগুলো অত্যন্ত কার্যকর এবং দীর্ঘ দিন অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম। এসব ভ্যাকসিন গ্রহণ করলে মারাত্মক উপসর্গ, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুহার একেবারেই কমে যায়।
সাম্প্রতিক বহু গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা মনে করেন, করোনার মৃদু উপসর্গ ঠেকাতে ভ্যাকসিনের কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। তবে গুরুতর উপসর্গ থেকে সুরক্ষা দিতে করোনার ভ্যাকসিন বহুদিন অব্যাহতভাবে কার্যকর থাকতে পারে। বিজ্ঞানীরা বলেন, মানুষের রোগপ্রতিরোধ ব্যবস্থা বেশ জটিল, ফলে ভ্যাকসিন গ্রহণের বহুদিন পরেও অ্যান্টিবডি কাউকে গুরুতর অসুস্থ হওয়া থেকে রক্ষা করতে পারে।
বিজ্ঞানীদের পর্যালোচনার উপসংহার হলো, ভ্যাকসিন নিয়ে কোনো গবেষণাই এখনই সব মানুষের জন্য একটি বুস্টার ডোজের প্রয়োজনীয়তার কথা বলছে না। কেননা, ভ্যাকসিন গ্রহণ করলে গুরুতর উপসর্গের বিরুদ্ধে কার্যকারিতা দীর্ঘদিন টিকে থাকে।
বুস্টার ডোজ নিয়ে ভিন্ন আশঙ্কাও করছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, যদি অপ্রয়োজনীয় ডোজ শরীরে উল্লেখযোগ্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাহলে বুস্টার ডোজ গ্রহণের প্রভাবে লাভের চেয়ে বরং ক্ষতিই বেশি হবে।
Discussion about this post