হার্টবিট ডেস্ক
দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুই লাখ ৭০ হাজার ডোজ পাঠিয়েছে বুলগেরিয়া। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এই টিকা দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স।
ডা. মাওলা বক্স জানান, তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইটে এগুলো দেশে পৌঁছেছে। দেশটি উপহার হিসেবে এসব টিকা বাংলাদেশে পাঠিয়েছে।
দেশে গত সাত ফেব্রুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’ দিয়ে গণটিকাদান কার্যক্রম শুরু হয়।
সেরামের সঙ্গে তিন কোটি ডোজ চুক্তি হলেও দুই চালানে মাত্র ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। পরে ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দিলে চুক্তির আর কোনও টিকা আসেনি। তবে ভারত সরকার এ টিকার ৩২ লাখ ডোজ উপহার হিসেবে দিয়েছে বাংলাদেশকে।
এদিকে, মজুত কমে আসায় গত ২৫ এপ্রিল থেকে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দিতে হয়। এরপর বন্ধ হয়ে যায় দ্বিতীয় ডোজও।
এরপর চীনের তৈরি সিনোফার্মের টিকা আসার পর গত ১৯ জুন থেকে দ্বিতীয় দফায় টিকাদান কর্মসূচি শুরু হয়।
পরে কোভ্যাক্স সুবিধার আওতায় জুলাইয়ের শেষ দিকে জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা শুরু হওয়ার পর আগস্টের প্রথম সপ্তাহে কোভিশিল্ডের টিকা দেওয়া শুরু হয়।
জাপান কোভ্যাক্সের অধীনে ৩০ লাখ ৫৯ হাজার ৪৬০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার পাঠায়।
গতকালের বুলগেরিয়ার উপহারসহ এ নিয়ে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৪৬০ ডোজ টিকা এলো।
Discussion about this post