হার্টবিট ডেস্ক
দেশে করোনায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৫৮ জনের। গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ৩৫ জনের। করোনা শনাক্তের হার ৬.৬৪ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ৬১৫টি।
বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯০১ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৪ লাখ ৯০ হাজার ৫৪১জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, চট্টগ্রামে বিভাগে ১১ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রংপুর বিভাগে কেউ মৃত্যুবরণ করেননি।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যু ঘটে।
Discussion about this post