হার্টবিট ডেস্ক
কক্সবাজারের জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার দাবিতে মানববন্ধন করেছে কিডনি রোগিরা।
মঙ্গলবার কক্সবাজার পৌরসভার চত্ত্বরে মানববন্ধনে রোগীরা বলেন, কক্সবাজার জেলা সদর হাসপাতালে এখন ভাল মানের সব সেবা রয়েছে। তবে কিডনি ডায়ালাইসিস সেবা চালু না থাকায় মাসে কক্সবাজার থেকে অন্তত ১০০ জন রোগিকে ঢাকা চট্টগ্রামে গিয়ে কিডনি ডায়ালাইসিস করতে হয়। এতে বিপুল টাকা খরচ করতে গিয়ে অনেকে ভিটেবাড়ি হারা হয়ে গেছে। অনেকে ভিক্ষা করার অবস্থায় চলে এসেছে। তাই কক্সবাজার হাসপাতালে এই সেবা চালু করা গেলে মানুষের অনেক আর্থিক এবং শারীরিক ক্ষতি থেকে মানুষ রেহায় পেত।
হাফেজ ওসমান গনি বলেন, কক্সবাজার মত জেলাতে সব রোগের চিকিৎসার ব্যবস্থা থাকা প্রয়োজন এই মুহুর্তে কক্সবাজার সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা খুবই গুরুত্বপূর্ণ।কক্সবাজার মানুষ দিন দিন কিডনি রোগ সমস্যা বেড়ে চলছে।
এতে প্রায় ২০ জন কিডনি রোগি অংশ গ্রহন করে। উপস্থিত সাধারণ মানুষরাও এই দাবিকে সমর্থন জানিয়েছে।
দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলার রাজ বিহারী দাশ বলেন, দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে কিডনি রোগিদের চিকিৎসা সহ ডায়ালাইসিস করার ব্যবস্থা নেওয়া দরকার।
Discussion about this post