হার্টবিট ডেস্ক
ফরিদপুরে করোনার টিকার মজুদ শেষ হওয়ায় জেলায় টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। টিকা কার্যক্রম বন্ধ থাকায় অনেক টিকা প্রত্যাশীকে কেন্দ্র থেকে ফিরে যেতে দেখা গেছে। টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম আবার কবে শুরু হবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তারা জানিয়েছেন, নতুন টিকা না আসা পর্যন্ত এ কার্যক্রম শুরু করা যাবে না।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, নতুন করে টিকা না আসায় গতকাল (রোববার) দুপুরে থেকে জেলায় টিকা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। টিকা না থাকায় সোমবার কার্যক্রম বন্ধ ছিল।
তিনি বলেন, সোমবার রাতে নতুন করে টিকা আসার কথা রয়েছে। যদি রাতে টিকা পৌঁছায় তবে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে টিকা কার্যক্রম চালাতে পারবো।
Discussion about this post