ডা. নাঈমা সুলতানা
প্রথমত মায়ের ঠান্ডা লাগা যদি ভাইরাসের কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে বাচ্চার অবশ্যই ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। তার মানে এই নয় যে বাচ্চা মায়ের দুধ খাচ্ছে বলে বাচ্চার ঠান্ডা লাগছে। মূলত মায়ের নিঃশ্বাসের সঙ্গে ছড়িয়ে পড়া ভাইরাসে মাধ্যমে বাচ্চার ঠান্ডা লাগে।
এক্ষেত্রে মায়ের অবশ্যই কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে মা অবশ্যই বাচ্চাকে নার্সিং করবে, কিন্তু বাচ্চার বয়স অনুযায়ী সে যতটুকু কম পারবে বাচ্চার সংস্পর্শে যাবে। যদি বাচ্চার সংস্পর্শে যেতেই হয়, করোনার ক্ষেত্রে আমরা যেটা বলি, মাস্ক পরতে হবে। সেরকম যেকোনো ফ্লু লাইক ভাইরাল অ্যাটাকে নিঃশ্বাসের মাধ্যমে ছড়ায়, সে ক্ষেত্রে মা যদি মাস্ক পড়ে যায়, স্বাস্থ্যবিধি মেনে চলে, বাচ্চার সংস্পর্শে কম থাকে শুধুমাত্র ব্রেস্টফিডিং করায় তাহলে বাচ্চার কোনো প্রবলেম হবে না।
মায়ের ঠান্ডা লাগলে ব্রেস্টফিডিংয়ের মাধ্যমে বাচ্চার ঠান্ডা লাগবে এটা কোনো বিষয় না। সমস্যা যেটা হবে, সেটা হচ্ছে ভাইরাল ফ্লু দিয়ে। মা যে অ্যাটাকে আক্রান্ত হচ্ছে, সেই একই ভাইরাস দিয়ে বাচ্চা আক্রান্ত হতে পারে। এভাবে বাচ্চার ঠান্ডা লাগতে পারে, কাশি হতে পারে, এ ধরনের সমস্যাগুলো হতে পারে।
শিশুরোগ বিশেষজ্ঞ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিডফোর্ট হাসপাতাল, ঢাকা
Discussion about this post