হার্টবিট ডেস্ক
যুক্তরাষ্ট্রে নতুন করে আবারো করোনার প্রাদুর্ভাব বাড়ছে। ফিরছে আগের ভয়াবহ সেই অবস্থায়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছে আরও ১ লাখ ৭১ হাজার ১২৫ জনের। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬১ জনের।
গত ৩ দিনের পরিসংখ্যানে দেখা যায়-৯ সেপ্টেম্বর শনাক্ত ১ লাখ ৬৭ হাজার ২৬৭ জন, মৃত্যু ২ হাজার ১২১ জন। ৮ সেপ্টেম্বর শনাক্ত ১ লাখ ৫৮ হাজার ৮৯৬ জন, মৃত্যু ১ হাজার ৮৮৭ জন। ৭ সেপ্টেম্বর শনাক্ত ছিলো ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন, মৃত্যু ১ হাজার ৪৭ জন।
এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত শীর্ষে থাকা এই দেশটির মোট শনাক্ত দাঁড়িয়েছে ৪ কোটি ১৭ লাখ ৪১ হাজার ৬৯৩ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ১৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ২০ হাজার ৯৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৮৯৪ জন। মৃত্যু হয়েছে ৯ হাজার ১৩২ জনের।
শনিবার সকাল পর্যন্ত সারাবিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৭৬৬ জন। মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৩০ হাজার ৯৮৬ জনের। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ২০ কোটি ১১ লাখ ৯১ হাজার ৫২৬ জন।
Discussion about this post