হার্টবিট ডেস্ক
করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে ৪ লাখের বেশি মানুষের। একদিনের হিসাবে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৭০৯ জন। এর আগের দিন করোনায় মারা যান ৯ হাজার ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৫১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৯৩ হাজার ৪৫৫ জনের।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ লাখ ৩৮ হাজার ৫০২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৮৫৫ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৩৯০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৬৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৭৭ হাজার ৭৩৭ জন মানুষ মারা গেছেন।
এছাড়া ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৩২ হাজার ১৬৮ জনের। মারা গেছেন ৪ লাখ ৪২ হাজার ৬৮৮ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৮৮০ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জনের। আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
Discussion about this post