হার্টবিট ডেস্ক
আজ একদিনেই দেশে ভ্যাকসিন নিয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৬৮৯ মানুষ। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছে ৩২ হাজার ৩৬৪ জন, দ্বিতীয় ডোজ ৭ হাজার ৭৬৯ জন।
সিনেফার্মের প্রথম ডোজ নিয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৯৮ জন, দ্বিতীয় ডোজ নিয়েছে ১ লাখ ২০ হাজার ৮৯৩ এবং মডার্নার প্রথম ডোজ নিয়েছে মাত্র ১ জন এবং দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছে ৩৬ হাজার ৭৬৪ জন।
এ পর্যন্ত দেশে মোট ৩ কোটি ৫১ লাখ ৬০ হাজার ৮৫০ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। যেখানে প্রথম ডোজ ২ কোটি ১১ লাখ ৪০ হাজার ৩৭৮ এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ১ কোটি ৪০ লাখ ২০ হাজার৪৭২ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ১ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ২৫৬ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩১১ ডোজ।
চীনের সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৪৫ হাজার ৯৯৬ ডোজ। আর মডার্নার ভ্যাকসিন প্রয়োগ হয়েছে ৪৮ লাখ ৫৯ হাজার ২৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৭৫৯ জন করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে।
এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ৮ লাখ ২৮ হাজার ৫১৪ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৫৭ হাজার ২৪৫ জন নিবন্ধন করেছেন।
Discussion about this post