হার্টবিট ডেস্ক
চট্টগ্রাম গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন মহানগর এলাকায় এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন চট্টগ্রামে মাত্র ১ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৪৭ শতাংশ। নতুন শনাক্ত রোগীর মধ্যে ৩৮ জন মহানগর এলাকায় এবং ৩৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও এখনও শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম। সকলের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করে ৬৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
Discussion about this post