হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহের দুই জন ও শেরপুর ও টাঙ্গাইলের একজন করে রোগী রয়েছেন। এ নিয়ে সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৫২ জন মারা গেলেন।
গত জুলাই ও আগস্ট মাসে হাসপাতালে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।
হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন পাঁচ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে আইসিউতে সাত জন চিকিৎসাধীন আছেন। এছাড়া সুস্থ হয়ে ছয় জন হাসপাতাল ছেড়েছেন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৭৬ টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ০৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৭২ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৯ জন।
Discussion about this post