হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১১৮টি নমুনা পরীক্ষা করে ৫৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৭৪ শতাংশ।
রোববার (১২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এ তথ্য জানা যায়।
এদিন, করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনই বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৬৮ জন। এছাড়া নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে ৩০ জন মহানগর এলাকার এবং ২৩ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ৮০১ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমণ কিছুটা নিম্নমুখী। সকলে সচেতন হলে এ সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রামে। সকলের প্রতি অনুরোধ নিয়মিত মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনার সংক্রমণ কিছুটা নিম্নমুখী রয়েছে। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। করোনা প্রতিরোধ করতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Discussion about this post