হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় এক ও উপসর্গে দুই জন মারা গেছেন। মৃত্যু কমলেও করোনা শনাক্তের হার বেড়েছে।
এদিকে চলতি মাসের (সেপ্টেম্বর) ১২ দিনে মমেকের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান এ তথ্য জানান।
তিনি আরও জানান, করোনা ইউনিটে নতুন ১১ জনসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ১০৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে ১১ জন। এ ছাড়া সুস্থ হয়ে ২৩ জন বাড়ি ফিরে গেছেন।
এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১১০টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে হয়েছে ১২ দশমিক ৭৩ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৩৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৫ জন।
Discussion about this post