হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে ( ১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১১ সেপ্টেম্বর সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩০১ জন। আর চলতি মাসের প্রথম ১১ দিনে ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন তিন হাজার ২০০ জন।
আজ শনিবার ( ১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৩ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন এক হাজার ২৭১ জন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন এক হাজার ৮৩ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১৮৮জন।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ১৩ হাজার ৫৫৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন জানিয়ে কন্ট্রোল রুম জানায়, তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২৩১জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কন্ট্রোল রুম।
Discussion about this post