হার্টবিট ডেস্ক
সৌদিগামী প্রবাসীরা করোনার টিকার বুস্টার ডোজের আওতায় আসছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ।
একাত্তর টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে মন্ত্রী বলেন, আন্তঃমন্ত্রণালয় সভায় বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। টিকার রেজিস্ট্রেশন কার্ড, টিকা কার্ড ও পাসপোর্ট এই তিনটি কাগজ থাকলেই প্রয়োজন সাপেক্ষে প্রবাসী বা হজযাত্রীরা বুস্টার ডোজ পাবেন।
তিনি আরও বলেন, যাদের প্রয়োজন আছে তারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটিতে) তে আবেদন করবে। বিএমইটি তা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দিবে। এরপর স্বাস্থ্য অধিদপ্তর তালিকা ধরে তাদের টিকা প্রদান করবে। প্রেক্ষিতে প্রত্যেক প্রবাসীকেই দেয়া হবে বুস্টার ডোজ। সৌদি ভিসা আছে এমন হজযাত্রী অথবা প্রবাসীরাও এর আওতায় আসবেন।
কেউ সৌদি আরব যেতে চাইলে তাকে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার বা মডার্নার দুই ডোজ টিকা অথবা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা নেয়ার নিয়ম করেছে সে দেশের সরকার।
তবে যদি কেউ সিনোফার্ম বা সিনোভ্যাকের দুই ডোজ টিকা নিয়ে থাকেন তাকে নিতে হবে উপরের চারটি টিকার আরও অন্তত এক ডোজ। তাই বাংলাদেশে যারা সিনোফার্ম গ্রহণ করেছে তারা এখন সৌদি আরব যেতে সমস্যার সম্মুখীন হচ্ছে।
বাংলাদেশে এপর্যন্ত প্রায় এক কোটি মানুষ চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন। এর মধ্যে যারা সৌদি আরব যাত্রা করবেন তাদের যাত্রা নিশ্চিত করতেই সরকার বুস্টার ডোজ দেওয়ার এই পরিকল্পনা গ্রহণ করেছে।
এদিকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম জানান, প্রক্রিয়াটি কতো সহজ করা যায় তা নিয়ে আমরা ভাবছি। জেলা পর্যায় থেকে আবেদন নেওয়া যায় কিনা, অনলাইনে আবেদন নেওয়া যায় কিনা সেসব বিষয়ে আমরা কাজ করছি।
এদিকে বিমান বন্দরে পিসিআর মেশিন এখনো স্থাপন না করায় আটকে আছে প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাত যাত্রা।
Discussion about this post