হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫৬ জন। এর মধ্যে ঢাকায় ২১২ জন এবং ঢাকার বাইরে ৪৪ জন রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৫৩ জন। এছাড়া সেপ্টেম্বর মাসের ১ থেকে ৮ তারিখ পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৪ জন।
বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন এক হাজার ৮৮ জন, আর বাকি ১৫৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ১২ হাজার ৬৯০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১১ হাজার ৩৯৫ জন।
Discussion about this post