হার্টবিট ডেস্ক
দ্বিতীয় দফায় গণটিকা কার্যক্রমের প্রথম দিনে (মঙ্গলবার) করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৭ লাখ ৯১ হাজার ২৮ জন। প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ২৫ হাজার ৬৭৮ জন।
এ নিয়ে একই সময়ে মোট টিকা নিয়েছেন ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টিকাদানের শুরু থেকে এ পর্যন্ত এক কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জন টিকা নিয়েছেন। দুই ডোজ টিকা নিয়েছেন এক কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।
অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম ও মডার্না—এ চার ধরনের টিকা দিচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত প্রথম ডোজের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে সিনোফার্মের টিকা। এই টিকা পেয়েছেন এক কোটি ছয় লাখ ৩৩ হাজার ৫৩২ জন। এরপর অ্যাস্ট্রাজেনেকা পেয়েছেন ৬৫ লাখ ৮৮ হাজার ২৬ জন। ফাইজারের টিকা পেয়েছেন ৫৬ হাজার ২৩৩ জন আর মডার্নার টিকা পেয়েছেন ২৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন।
দ্বিতীয় ডোজ টিকার ক্ষেত্রে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকার টিকা। এই টিকা পেয়েছেন ৫৩ লাখ ৬৫ হাজার ১৬৩ জন। দ্বিতীয় সিনোফার্ম দেওয়া হয়েছে ৪৮ লাখ ৮৮ হাজার ৭৫২ জনকে। ফাইজার ৪৪ হাজার ৬১৮ এবং মডার্না দেওয়া হয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ৪৯৫ জনকে।
Discussion about this post