হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে জরুরি সংক্রামক রোগের পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থাপন করা হচ্ছে ‘বিভাগীয় পাবলিক হেলথ ল্যাবরেটরি’। যেখানে সকল ধরণের সংক্রামক ব্যাধিসহ আন্তর্জাতিক মানের যাবতীয় জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ল্যাবটি জিন এক্সপার্ট মেশিন থেকে শুরু করে আরটিপিসিআরসহ রেবিস পরীক্ষার মতো সকল যন্ত্রাংশ স্থাপনের উদ্যোগ রয়েছে স্বাস্থ্য বিভাগের। আর বৃহৎ এ ল্যাবটি স্থাপন হলে দেশের যেকোনো বৈশি^ক দুর্যোগের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত স্বাস্থ্য সংশ্লিষ্টদের।
স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে এ ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। যেখানে আগে থেকেই কোভিডের নমুনা পরীক্ষার জন্য ইতোমধ্যে আরটিপিসিআর মেশিনসহ একটি পৃথক ল্যাব স্থাপন করা হয়েছে। তবে সেটি আরও সম্প্রসারিত করে তাতে পাবলিক হেলথ ল্যাবরেটরি করার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সক্ষমতা যাচাইসহ ল্যাব পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (টিবিএল ও এইডস/এসটিভি প্রোগ্রাম) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি টিম। এর আগে গত জুন মাসে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ের একটি ফ্লোরে বিভাগীয় আরটিপিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রম শুরু হয়।
ইতোমধ্যে ল্যাব স্থাপনের কাজও শেষ করা হয়েছে। বসানো হয়েছে কোভিড পরীক্ষার প্রধান যন্ত্র আরটিপিসিআর মেশিনও। কিন্তু তা এখনও চালু করতে পারেনি কর্তৃপক্ষ। তবে পরিদর্শনে এসে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা একই ল্যাবটি আরও বেশি সম্প্রসারিত করে তাতে জিন এক্সপার্ট মেশিনসহ অন্যান্য যন্ত্রগুলোকেও সংযুক্তের পরামর্শ দিয়েছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘ল্যাবটি আরও সম্প্রসারিত করা হচ্ছে। এখানে পূর্ণাঙ্গ একটি রেফারেল ল্যাব স্থাপন করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকেই এটি করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম এসে স্থান পরিদর্শন করেছে। ওই সময় টিম স্থাপিত ল্যাব দেখে বলেছিল, জিন এক্সপার্ট থেকে শুরু করে অন্যান্য মেশিনগুলোকেও সংযুক্ত করতে। অর্থাৎ যাতে সংক্রামক ব্যাধির সকল ধরণের পরীক্ষা-নিরীক্ষা করা যায়, তা স্থাপন করার জন্য। ল্যাবটি স্থাপন হলে কোভিড থেকে শুরু করে যাবতীয় সংক্রামক রোগের জরুরি-পরীক্ষা নিরীক্ষা এখানেই করা যাবে।
Discussion about this post