হার্টবিট ডেস্ক
বিশ্বব্যাপী করোনার মহামারী ছোবল মোকাবিলায় চলমান ৪২তম বিসিএস (বিশেষ) থেকে অতিরিক্ত দুই হাজার পদ যোগ করে মোট ৪ হাজার চিকিৎসক (সহকারী সার্জন) নিয়োগের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার উপ-সচিব মো. মোস্তফিজার রহমান স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশের বিষয়ে জানানো হয়েছে।
নিয়োগ বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে চলমান ৪২তম বিসিএস থেকে স্বাস্থ্য ক্যাডারের নিয়োগের প্রক্রিয়াধীন দুই হাজার পদের সঙ্গে অতিরিক্ত দুই হাজার পদ যোগ করে মোট চার হাজার সহকারী সার্জন নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
Discussion about this post