হার্টবিট ডেস্ক
এমবিবিএস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাসে যোগদানের পূর্বে পাঁচ দফা দিকনির্দেশনা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘সরকারি সিদ্ধান্ত মোতাবেন আগামী ১৩ সেপ্টেম্বর ২০২১ থেকে এমবিবিএস প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের (ব্যাচঃ কে ৭৮ , ৭৭ ও ৭৪) ক্লাস নিয়মিতভাবে শুরু হবে। নিম্নবর্ণিত শর্তসমূহ অনুসরণ পূর্বক সংশ্লিষ্ট ছাএ-ছাত্রীদেরকে নিয়মিতভাবে ক্লাশে যোগদান করার নির্দেশ প্রদান করা হলো।’
১. আগামী ১২ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০টায় প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের বরাদ্দকৃত রুমে (ছাত্রাবাস বা ছাত্রীবাস) প্রবেশ করা যাবে এবং ১৩ সেপ্টেম্বর ২০২১ ক্লাসে যোগদান করতে হবে।
২. ক্লাস শুরুর আগে শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান নিশ্চিত করণ এবং ভ্যাকসিন সনদের ফটোকপি স্টুডেন্ট | সেকশনে জমা দিতে হবে।
৩. প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী , শিক্ষার্থী ও কর্মচারীদেরকে কোভিডি-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করা এবং বাধ্যতামূলক মাক্স ব্যবহার করতে হবে।
৪. ছাত্র-ছাত্রীদেরকে কোভিড ভ্যাকসিন চেষ্ট কার্ড ও পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
৫. প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের (ব্যাচে কে-৭৮) হোস্টেলে অবস্থানের জন্য ভর্তি ফি জমা দেওয়ার রশিদ এর ফটোকপি প্রদান করতে হবে।
Discussion about this post