হার্টবিট ডেস্ক
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিকালের স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস আগামী ১ অক্টোবর থেকে চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব নিম্নমুখী হওয়ার প্রেক্ষিতে আগামী ১ অক্টোবর ২০২১ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের বৈকালিক স্পেশাইজড কনসালটেশন সার্ভিস পূর্বের ন্যায় যথারীতি চালু করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে।’
এতে আরও বলা হয়েছে, ‘এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, পরিচালক (হাসপাতাল) সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
‘এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে’, বিজ্ঞপ্তিতে যোগ করা হয়।
Discussion about this post