হার্টবিট ডেস্ক
দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ৬১৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ৩ লাখ ৩৩ হাজার ১১৬ ডোজ। এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৯৬ লাখ ১৫ হাজার ৬১৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৯ লাখ ৬৫ হাজার জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।
সোমবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৮৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ হাজার ৮৫০ জন। এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে মোট ১ কোটি ১৮ লাখ ৫০ হাজার ৪৭৪ ডোজ।
পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩১৪ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ জন। এখনও পর্যন্ত ফাইজারের টিকা দেওয়া হয়েছে মোট ১ লাখ ৬৯৬ ডোজ।
এছাড়া সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে মোট ১ কোটি ২৯ লাখ ৬৯ হাজার ৩০৫ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ২২ হাজার ২১২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৩৮ জন।
মডার্নার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে মোট ৩৬ লাখ ৬০ হাজার ১৩৯ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭০ হাজার ২২০ জনকে।
এ পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৪৭৮ জন।
Discussion about this post