হার্টবিট ডেস্ক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৬ জন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। করোনা শনাক্তের হার ৬.০৭ শতাংশ।
সোমবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, রোববার করোনায় মারা গিয়েছিলেন ৫ জন, শনাক্ত হয়েছিলেন ১২০ জন।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৫০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
আনোয়ারা ২, পটিয়ায় ১, বোয়ালখালীতে ৩, রাউজানে ১৫, ফটিকছড়িতে ২, সীতাকুণ্ডে ২ ও হাটহাজারীতে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২১ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭২ হাজার ৭০২ জন। বাকি ২৭ হাজার ৪১৯ জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের একজন চট্টগ্রাম নগরের। আর বাকি ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৯৬ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৫৫ জন।
Discussion about this post