হার্টবিট ডেস্ক
আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেশে করোনা ভাইরাস প্রতিরোধী গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে গণটিকা কর্মসূচির প্রথম দুই ঘণ্টায় টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন বয়োজ্যেষ্ঠ ও নারীরা।
রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গণটিকাদান কর্মসূচির জন্য যে পরিমাণ টিকা প্রয়োজন, সেটা ইতোমধ্যেই জেলা-উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে। আর গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন চলাকালে কেন্দ্রগুলোতে প্রথম ও দ্বিতীয় ডোজের নিয়মিত টিকাদানও চলবে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এবার গণটিকাদান কর্মসূচি শুরু পর দিনের প্রথম দুই ঘণ্টা বয়োজ্যেষ্ঠ ও নারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ শুরু হতে যাচ্ছে জানিয়ে ডা. শামসুল হক বলেন, ‘সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টা সিনিয়র সিটিজেন ও নারীদের টিকা দেওয়ার চেষ্টা করবো। এরপর অন্যদের টিকা দেওয়া হবে।’
এক্ষেত্রে প্রথমবার যারা টিকা নিয়েছেন, তাদেরকে আগের বারে আনা টিকাকার্ড এবারও সঙ্গে আনার অনুরোধ করেন তিনি।
তিনি বলেন, ‘গত ৭ থেকে ১২ আগস্ট যে ক্যাম্পেইন হয়েছিল, সেই ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি আগামী ৭ সেপ্টেম্বর শুরু হবে। একইভাবে, একই কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। যারা ক্যাম্পেইনের সময় যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্রে এসে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করবেন।’
Discussion about this post