হার্টবিট ডেস্ক
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন ৬১ থেকে ৭০ বছর বয়সীরা। সরকারি হিসাবে মোট ২৬ হাজার ৪৯৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি আট হাজার ২৫৭ জন ছিলেন ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। শতকরা হিসেবে ৩১ দশমিক ১৭ শতাংশ।
বিদেশ ফেরত আত্মীয়ের মাধ্যমে করোনাতে সংক্রমিত হওয়া পুরুষ রোগীর বয়স ছিল ৭০ বছরের বেশি। স্বাস্থ্য অধিদফতর সেদিন জানিয়েছিল, সংক্রমণের পর তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের আজকের ( ৪ সেপ্টেম্বর) করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন। তাদের মধ্যেও সর্বোচ্চ মারা গেছেন ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনাতে মোট মারা যাওয়া ২৬ হাজার ৪৯৩ জনের মধ্যে ১০০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন ৩১ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩১২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে এক হাজার ৪৮২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার হাজার ৬১৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সবচেয়ে বেশি আট হাজার ২৫৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় হাজার ২২১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন হাজার ১৪০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক হাজার ৫৮৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬০৭ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১৬৩ জন আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে মারা গেছে ৭৪ শিশু।
২৬ হাজার ৪৯৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২২ হাজার ৫৪৯ জন, বেসরকারি হাপসাতালে মারা গেছেন তিন হাজার ১৫১ জন, বাড়িতে মারা গেছেন ৭৬০ জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ৩৩ জনকে।
Discussion about this post