হার্টবিট ডেস্ক
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে চার কোর্সের কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ছয় কেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে ১১টা ৪০ মিনিট পর্যন্ত।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিংয়ের কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষায় অংশ নেন মোট ১৪ হাজার ৬৪১ জন শিক্ষার্থী।
কোন কেন্দ্রে কত পরীক্ষার্থী
ছয় কেন্দ্রের মধ্যে ইডেন মহিলা কলেজ আজিমপুর কেন্দ্রে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির চার হাজার ১৫৩ জন, তেজগাঁও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে এক হাজার ১৪১ জন, তেজগাঁও সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে দুই হাজার জন, সরকারি বিজ্ঞান কলেজে এক হাজার ৩০০ জন এবং নিউমার্কেটে ঢাকা কলেজে তিন হাজার ২২৫ জন অংশ নেন।
হাবিবুল্লাহ বাহার কলেজ শান্তিনগরে ডিপ্লোমা ইন মিডওয়াইফারির এক হাজার ৪৯৩ জন, চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিংয়ে এক হাজার ৩২৫ জন এবং পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিংয়ের চার জন পরীক্ষায় অংশ নিয়েছেন।
Discussion about this post